আমাদের সম্পর্কে

শিশুরা খেলতে হাসতে আর মজার মজার গল্প শুনতে ভালোবাসে। কিন্তু বাবা-মা চায় তারা লেখাপড়ায় আরও মনোযোগী হোক, পরীক্ষায় বেশি বেশি নাম্বার পাক আর এগিয়ে থাকুক সবার চেয়ে। কিন্তু বিপরীতমুখী এই দুই চাওয়া কীভাবে এক হবে? সেই ভাবনার জায়গা থেকেই “মজায় শেখার শুরু” স্লোগান নিয়ে জন্ম নেয় মজারু। মজারু বাংলাদেশের অন্য সব এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা। আমাদের এই মজার পাঠশালায় পড়াশোনা কখনো একঘেয়েমির হয় না। পড়ালেখাকে আনন্দময় করে তুলতে আমাদের এক নতুন উদ্ভাবন হলো এনিমেটেড স্লাইডস, ভিডিও নোটস ও ওয়ার্কবুক।মজারুর সব শিক্ষা সামগ্রী শিশুদের উপযোগী কার্টুনের ভিজ্যুয়াল দিয়ে তৈরি হয়। যা শিক্ষাকে একটা আনন্দময় এক্সপেরিয়েন্স করে তুলে। ৪র্থ শিল্প বিপ্লব মানুষের মাঝে তৈরি করছে বিভিন্ন স্কিলের ডিমান্ড। উন্নতমানের শিক্ষার সাথে শিশুরা যেন ঘরে বসেই স্কিলড হয়ে উঠতে পারে, এবং গাণিতিক, ভাষাগত, প্রযুক্তিগত- সব ধরণের দক্ষতাই যেন আয়ত্ত করতে পারে – এই লক্ষেই মজারু কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।